Monday, November 3, 2014

Boishakh


তার কথা কবে প্রথম ভাবতে শুরু করেছি, কবে প্রথম স্বপ্ন দেখেছি, কবে প্রথম ঝগড়া করেছি, কবে সেই অমোঘ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মনে মনে, কবে সব দ্বিধা কাটিয়ে উঠে দিন গুনতে শুরু করেছি একটা একটা করে, কবে কবে চোখের জলে বুক ভাসিয়ে ভেবেছি, আর বোধহয় পারলাম না, সে সব এখন কেমন ঝাপসা ঝাপসা ঠেকে। শুধু মনে পড়ে কতগুলো ভরা বর্ষার ভোর। ভেজা ভেজা রাস্তায় গাড়ির ভিড় কম, চায়ের দোকানের প্লাস্টিকের শেডের তলায় প্রাত্যহিক আগন্তুকদের অলস চুমুক, আর তাদের কাটিয়ে কাটিয়ে লাল টুকটুকে গাড়ির এগিয়ে চলা। একটা ধূসর গেট, ভিতরে মেরি আর যিশুর মূর্তি, বাদামি আর ছাইরঙা পুরোনো বাড়িটা। নীচের চাতালে বেঞ্চি পাতা। তাতে বসে মুখ তুলে তাকিয়ে থাকা উপরের বারান্দার দিকে। ছোট্ট মুখগুলো উঁকি দিয়েই লুকিয়ে পড়ে, কেউ রেলিং ধরে টলমল পায়ে, কেউ পুরনো ওয়াকারে, কেউ বা আয়ামাসিদের কোলে কোলে। আমাদের ওখানে ঢুকতে দেয় না। আমাদের গন্তব্য সিঁড়ির তলার ছোট্ট ঘরে। সেখানেই ঠান্ডা গলায়, কেজো সুরে বলতে হবে আমার সবচেয়ে আবেগপূর্ণ অনুভূতির কথাটা।




বলতে পেরেছিলাম আমি, আমরা। ধৈর্য ধরেছিলাম, কেঁদেছিলাম, হেসেছিলাম, অপেক্ষা করেছিলাম, ভাবনা করেছিলাম। সব পরীক্ষার শেষে এক রাতে সেই ফোন এল। দক্ষিণী ইংরেজিতে কেঠো গলার স্বর বলল, ‘পল্লবী বলছেন? আমি সিস্টার মারিয়া। বুঝতে পারছেন তো কেন ফোন করেছি?’ তারিখ ছিল ৭ অগস্ট। পরের দিন, ৮ অগস্ট সকাল সোয়া নটায় আমরা ওকে প্রথম দেখলাম। সবুজ জামাপেন্টু পরা একদলা মাখনের মতো কী যেন একটা আমার দুহাতে ধরিয়ে দিলেন সিস্টার মারিয়া। আর তার দিকে তাকাতেই একটা হাওয়া বয়ে গেল কোথা দিয়ে। বসন্তবায়? বর্ষাবিধুর সমীরণ? তপ্ত মলয়? কী বলতেন কবিগুরু একে জানি না। শুধু জানি, অনেকদিনের পুরনো ঘষা কাচের মতো জীবনটা আর তেমনটি রইল না। যাবার বেলায় মলিন জীবনটা নূতনের কানে কানে বলল, ‘স্নান করে আয় এখন তবে / প্রেমের বসন পরতে হবে / সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার/ ওরে আয় সময় নেই যে আর/ এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার।’

Tuesday, October 20, 2009

Me Myself and I






It had always been a search for that rhythm of life...

It had always been a search for that passion for adventures...

It had always been a search for that clicking of minds...

It had always been a search for that connection between hearts ...
And of course It had always been a search for that eternal and utopic idea called "LOVE"... The quest perhaps is a never ending one. Now-a-days I always feel that a constant strive for a balance between all of these is my destiny. I keep finding them all and then losing all of it. I start from scratch, once again to gather all the scattered morsels of my soul and go on a new adventure. I take music , I take poetry and I prefer to take a man in my stride.
But who's that man? My friend? My acquaintance? My relative ? Or just a muse? I still dont have the answer.

I wonder, would I prefer a King Solomon with me, whose wisdom enriches me every moment?

Would it take a Dhrubo Chowdhury (hope you guys remember 'doorbin') whose intermittent surges of love and indiffrence kills me each time I try to smile?
Or is it a Sinbaad the sailor who takes me aboard on an undestined ocean voyage in a stormy night?

I hate to make choices.

I shall never make one, perhaps.

And perhaps, that explains my complicated being.
There was a time I used to think that being simple is a boon and being complicated, - a curse . I consciuosly tried to overlook my complicated being in order to make myself believe, "Look, am so simple!" But on an unassuming windy night, I came to know from a MAN again, that "You are beautifully Complex!" This is perhaps one of the greatest complements I ever received. It took some time to sink in. Finally when the night passed away, when the eastern sky started to lighten, I caught hold of my complicated being and started loving it.
Yes, I am a complicated soul and love to be so. I shall never make black and white choices in my life, I shall never follow the highway which leads to the simple happinesses of life, I shall never make anyone simply happy.

I proudly believe that I'll never take life as it comes. I'll force myself on life and it has to take me in its stride with all I have. Sometimes, with the elegance and confidence of the Queen of Sheba; Sometimes, with the innocence and surrender of Remy and sometimes, with the audacity and passion of an unknown city-maiden who never thinks twice before embarking upon a journey called life.